শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

কান্নায় ভেঙে পড়লেন মেয়র জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ২০, ২০২১

গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবন আওয়ামী লীগে থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২০ নভেম্বর) দুপুরে বাসা থেকে সংবাদ সম্মেলন করার কথা ছিলো।

কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে বাসার দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নামেন। তখন উপস্থিত সাধারণ জনগণ ও নেতা-কর্মীদের কান্না দেখে ভেঙে পড়েন তিনি। মেয়রও কান্না করেন। তার কান্না দেখে উপস্থিত লোকজন উচ্চস্বরে কান্না শুরু করেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের এক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সেই অডিওতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে তাকে কটু মন্তব্য করতে শোনা যায়।

অডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গাজীপুরে আওয়ামী লীগ এবং সেখানকার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে আজীবন আওয়ামী লীগে থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ