রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তিনি বিদ্যানন্দের মাধ্যমে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
বিদ্যানন্দের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে একটি পোস্ট বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, চড়া দামে পোড়া কাপড় কিনেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
পোস্টে আরও লেখা হয়েছে, আলমারির সামনেই থাকুক কাপড়টি। যেন বিভিন্ন দুর্ঘটনায় ভুক্তভোগীর চেহারা চোখে ভাসে। বঙ্গবাজারের কর্মচারীরা হুট করে আয় হারিয়েছে। সারাবছরের খরচ মেটাতে অনেকেই ঋণ নেয়, যা বছরের এই সময়টার আয়ে পরিশোধ করে।
বিদ্যানন্দ নগদ দেড় কোটি টাকা তুলে দিতে চাচ্ছে এমন মানুষের হাতে। প্রশাসনের অনুমতি এবং সার্ভে শেষে দ্রুত তুলে দেয়া হবে এই অর্থ।