বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

এবারও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না!

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৯, ২০২২

গত দুই বছর করোনা সংক্রমণের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হয়নি। চলতি বছরও এই পরীক্ষা দুটি হচ্ছে এমনটাই জানালেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যেভাবে আছে, তাতে এই দুই পাবলিক পরীক্ষা শেষ করে আগামী নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া অসম্ভব।

তিনি গণমাধ্যমকে বলেন, আগামী মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা শেষ করে আগামী আগস্টে এইচএসসি পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে অক্টোবরে। এরপর নভেম্বরে জেএসসি পরীক্ষা নেওয়া অসম্ভব। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় যদি বলে পরীক্ষা নিতে তাহলে সেভাবেই ব্যবস্থা করা হবে।

এরআগে গত ১২ এপ্রিল শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, আমাদের অনেকগুলো লজিস্টিক বিষয় দেখতে হবে। এ বছরের এসএসসি জুন মাসে এবং এইচএসসি আগস্ট মাসে হওয়ার কথা। এইচএসসি আগস্টে হলে আমাদের কাছে এখনো যা মনে হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে।

গত দুই বছরও এ পরীক্ষা নেওয়া হয়নি। ২০২৩ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন শিক্ষাক্রমেও জেএসসি পরীক্ষার কথা উল্লেখ নেই। এ অবস্থায় এক বছরের জন্য এই পরীক্ষা নেওয়া কতটা জরুরি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, সেই অর্থে খুব যে জরুরি, তা হয়তো নয়। তারপরও পরিস্থিতিটি বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

গত দুই বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়নি। এর মধ্যে ২০২০ সালে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের ক্লাসে উত্তীর্ণ করা হয়েছিল। গত বছর অবশ্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে কম বিষয়ে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়। এবারও অষ্টম শ্রেণি স্তরের শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষার পরিবর্তে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ