শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের নিজের: সিইসি

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৪, ২০২২

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত কমিশনের নিজের, রাজনৈতিক দলের মতামত এখানে প্রাধান্য পায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। সিইসি বলেন, ‘ভোট যেন সুষ্ঠু হয় এবং ভোটার নিরাপদে নিজের ভোট নিজে যাতে দিতে পারে সেটিকে প্রাধান্য দেয়া হয়েছে।’ এ সময় ইভিএম এর ব্যাপারে ইসির কোনও হটকারিতা থাকবে না বলে ডা. জাফরুল্লাহকে আশ্বস্ত করেছেন সিইসি।

বৈঠক শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘১৫০ আসনে ইভিএম এ ভোটের সিদ্ধান্ত ভুল হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ইভিএমের কারণে সব দল নির্বাচন বয়কট করলে জাতিকে খেসারত দিতে হবে।’

সিইসির সাথে বৈঠকে ইভিএমের মাধ্যমে প্রতারণার আশঙ্কা প্রকাশ করে তিনশ’ আসনের পাঁচটি করে কেন্দ্রে ইভিএমে ভোট করার পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ