সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : আগস্ট ৩১, ২০২১

আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলকে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পর স্পষ্টভাবেই ফেভারিট বাংলাদেশ।
মাহমুদুল্লাহ জানান, তার দল জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়, যাতে আবারও প্রমাণ করা যায়, ঘরের মাঠে অদম্য টাইগাররা।

সাম্প্রতিক পারফরম্যান্স, হোম কন্ডিশন এবং সফরকারী দলে প্রথম সারির খেলোয়াড়রা না থাকায় সিরিজে অবশ্যই বাংলাদেশ ফেভারিট।

যাইহোক, দলকে সবকিছু সহজভাবে না নিতে এবং তাদের স্বাভাবিক পারফরম্যান্সের প্রতি আহ্বান জানান অধিনায়ক।
আজ একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, নিউজিল্যান্ড এমন একটি দল, যারা তাদের তারকা খেলোয়াড়দের ছাড়াও সু-সংগঠিত এবং সু-শৃংভল। তিনি বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড খুব ভালো দল। তারা এমন একটি দল, যারা নিখুতভাবে হোমওয়ার্ক করে এবং তারা অত্যন্ত শৃঙ্খল দল। সর্বদা নিজেদের পরিকল্পনায় থাকার চেষ্টা করে এবং পরিকল্পনা ভালভাবে বাস্তবায়নের জন্য সাহসী হবার চেষ্টা করে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের খুব সু-শৃঙ্খল হতে হবে।’

একই সাথে, নিজেদের ফেভারিট না ভেবে ভালো ক্রিকেট খেলার উপর জোড় দিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘ আমি সব সময় বলি, টি-টুয়েন্টি এমন ফরম্যাট, আপনি নিজেকে ফেভারিট মনে করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া আপনার জন্য আবার নেতিবাচকও হতে পারে। আমাদের ভালোভাবে অবস্থার মূল্যায়ন করতে হবে এবং আমাদের স্বাভাবিক খেলাটি উপস্থাপন করতে হবে। যদি আমরা সেগুলো নিশ্চিত করতে পারি, যদি আমরা ইতিবাচক চিন্তা করতে পারি, তাহলে আমাদের একটি ভাল সুযোগ থাকবে।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজে ভালো খেলেছি, অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলেছি। আমাদের জয়ের ধারা অব্যাহত রাখা উচিত এবং আমাদের সেভাবেই চিন্তা করা উচিত। এটি আমাদের ইতিবাচক ফলাফল আনতে সাহায্য করবে।’
প্রত্যাশা অনুযায়ী, ম্যাচের প্রথম বল থেকেই ভালো খেলার প্রতি নজর দিতে চায় বাংলাদেশ। ম্যাচের সুযোগগুলো কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রথম বল থেকে আমাদের ভালো ক্রিকেট খেলার মানসিকতা দেখাতে হবে, যা অস্ট্রলিয়া সিরিজে ছিলো। আমাদের নিশ্চিত করতে হবে- আমরা জেতার জন্য যথেষ্ট ক্ষুধার্ত। ঘরের মাঠে আমরা সবসময় আমাদের পক্ষে ফলাফল আনার চেষ্টা করি এবং আবারও একই প্রত্যাশা থাকবে। ব্যক্তি এবং দল হিসাবে প্রতিটি সুযোগের মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। প্রত্যাশা পূরণের প্রতিটি সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এরকম চিন্তা আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দিবে।’

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে নিউজিল্যান্ডকে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। এবার হারের বন্ধ্যাত্ব ঘোচানোর ব্যাপারে আত্মবিশ্বাস বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ