সীমিত পরিসরে আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে ভারতের সংগে ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে দুই দেশের মধ্যে এই ফ্লাইট চালু হচ্ছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এই কথা জানান। এদিন ভারতের পক্ষ থেকে ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ভারতে চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে রোগীদের যেতে হয়। বিষয়টি বিবেচনা আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চালু হচ্ছে।
ড. মোমেন বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে।
এর আগে সোমবার এক সার্কুলারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ভারতের সংগে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সার্কুলারে বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে সংস্থাটি।