করোনা মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের অর্ধশত কোটি মানুষ। তবে কোথা থেকে এসেছে, এই ভাইরাস সেই বিতর্কর অবসান হয়নি এখনও।
এবার সেই বিতর্কে নতুন ঘি ঢাললেন, ল্যানসেটের কোভিড বিষয়ক কমিশনের চেয়ারম্যান জেফ্রি স্যাকস। তিনি জানান, বৈশ্বিক এ মহামারি প্রাকৃতিক নয়, বরং মার্কিন গবেষণাগার থেকে ছড়িয়েছে।
যদিও, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীনের উহানের ল্যাব থেকে ছড়িয়েছিল। কোনো কোনো গবেষকের দাবি ছিল, উহানের বাজার থেকে ছড়িয়ে পড়ার।
তবে, তা নাকচ করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল প্রফেসর ডেল ফিশার জানায়, প্রাকৃতিক কারণেই বিস্তার এই রোগের।
অধ্যাপক স্যাকসের আগে একাধিক গবেষণায় করোনার বিস্তারে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। দুটি মার্কিন গবেষণাগারের নাম প্রকাশ করে চীন।