রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়: কাদের সিদ্দিকী

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : আগস্ট ৩১, ২০২২

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের সব মানুষের সম্পদ। বঙ্গবন্ধু বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সম্পদ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ করি না, তবে আমি বঙ্গবন্ধুর অনুসারী। আমি বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমার জীবন দিতে পারি।’

বঙ্গবীর বলেন, ‘আজকে আওয়ামী লীগ করলেই বঙ্গবন্ধুপ্রেমী আর আওয়ামী লীগ না করলে বঙ্গবন্ধুবিরোধী একথা সত্য নয়। বঙ্গবন্ধু আজকে আওয়ামী লীগের কেউ না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। বাংলাদেশে যারা বসবাস করবে বঙ্গবন্ধুকে তাদের পিতার আসনে বসাতে হবে। না হলে তাদের সত্যিকারের সন্তান বলবে না।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বঙ্গবীর বলেন, ‘আজকে এমন এমন আওয়ামী লীগার পাওয়া যায় যারা জান্নাতের বদলে বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করে। এখনও তারা বেঁচে আছে। খেতে খেতে মোটা হয়েছে। সে বঙ্গবন্ধুর জান্নাতের বদলে জাহান্নাম কামনা করেছে। মরে যাই, এইভাবে আর যা কিছুই চলুক দেশ চলতে পারে না। যারা বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করেছে তাদেরকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে? সেই মুহূর্তে দল থেকে বের করে দেওয়া উচিত ছিল। কিন্তু দেয় নাই।’

বঙ্গবন্ধুর সমাধিতে কর্মরতদের ওপর ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত আমাদেরও দোষ আছে। অন্যকে সম্মান করতে আমরা পরাধীনতা বোধ করি। আজকে দেখলাম আমি দাঁড়িয়ে আছি কয়েকটা চ্যাংড়া ছবি তুলতে বাধা দিল। যখন প্রধানমন্ত্রী আসেন তখন ছবি তুলতে বাধা দাও না। মানুষকে সম্মান করতে শেখো।’

এর আগে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করেন তিনি।

২০ দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জোটে গিয়েছিলাম কামাল হোসেনকে দেখে। যখন তারা বলেছে, পার্লামেন্ট অবৈধ ভোট হয় নাই। তখনও তারা তাদের ৮ জন সদস্যকে শপথ পড়িয়ে সংসদে নাচানাচি করছে। তখন সেই মুহূর্তে আমি ড. কামাল হোসেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে সেখান থেকে চলে এসেছি। আমি বুঝেছিলাম কামাল হোসেন বড় মানুষ, সুন্দর মানুষ কিন্তু নেতা নন।’

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘করোনার কারণে গত তিনটা বছর মানুষের কাছে যেতে পারিনি, পিতার কবরে আসতে পারিনি। আর কোনোদিন আসা হবে কি-না জানি না। এখান থেকে ফিরে যেতে যেতে আল্লাহ নিয়ে যাবেন কি-না জানি না। আমরা খাস নিয়তে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার নেতাকে, আমার পিতাকে তার পরিবারসহ শান্তিতে রাখেন, জান্নাতবাসী করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ