প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি পক্ষ দেশের ভবিষ্যত নিয়ে যতই হায় হায় করুক, কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া হবে। কেউ দাবায় রাখতে পারবে না। রবিবার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।
প্রক্রিয়াজাত শিল্প গড়ে বিদেশে মাছের বাজার সৃষ্টি এবং কক্সবাজার ও কুয়াকাটায় চিংড়ি পোনা ধরা বন্ধ করে হ্যাচারি স্থাপনে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারো গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বক্তব্যে সরকার প্রধান বলেন, দেশীয় প্রজাতি ও বিলুপ্ত মাছ গবেষণার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। খাদ্যের পাশাপাশি পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করা হবে। নিজস্ব বাজার সৃষ্টির সাথে সাথে মাছ যাতে বিদেশে রপ্তানি করা যায় সেদিকে নজর দিতে তাগিদও দেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, একশোটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ার মাধ্যমে তরুণরা এগিয়ে আসতে পারে। মৎস্য চাষ ও উৎপাদনে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে একুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধামন্ত্রীর পক্ষে পদক দেন কৃষিমন্ত্রী।