রাত পোহালেই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তাই শেষ সময়ে পশু বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। চলতি বছর আলোচনায় ছিল চড়া হতে পারে কোরবানির বাজার। কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঝারি বা তুলনামূলক একটু কম দামের গরুর প্রতি আগ্রহ বেশি থাকলেও বড় গরুর চাহিদা কম। তাই হাটে বড় সাইজের গরু বিক্রিও হচ্ছে কম।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩০ মণ ওজনের ‘শাকিব খানকে’ নিয়ে ঢাকায় এসেছেন মালিক আশরাফুল ইসলাম। রাজধানীর শনির আখড়া পশুর হাটে তিনি জাগো নিউজকে বলেন, প্রায় সাড়ে ৬ লাখ টাকা উঠেছে শাকিবের। ক্রেতাদের আগ্রহ কম, তাই ফেরত নিয়ে যেতে হবে মনে হচ্ছে। এছাড়া ভোর থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে এ গরুর কোনো ক্রেতা মেলেনি। বড় গরুর চাহিদাও কম। মাঝারি ও কম দামের গরুর প্রতি ক্রেতার আগ্রহ বেশি।