সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন হলেও, সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন।
পিটার হাস বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন। তবে এজন্য নির্বাচন কমিশন, সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ঢাকাস্থ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি সুয়ার্ড বলেছেন সুইস ব্যাংকে অবৈধ আর দুর্নীতির টাকা রাখা যায় এই ধারণা ঠিক না।
নাথান সুয়ার্ড বলেন, বাংলাদেশের পক্ষ থেকে কোন ব্যক্তির বিষয়ে এখনো কোন তথ্য চাওয়া হয়নি। কয়েক বছর ধরে সুইস ব্যাংক পরিসংখ্যান প্রকাশ করে আসছে।