বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

সপ্তাহে দুইবার ডিজেলের দাম কমালো ব্রাজিল সরকার

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৩, ২০২২

ব্রাজিলের নাগরিকদের জন্য সুখবর। আবারও ডিজেলের দাম কমালো দেশটির সরকার। এবার জ্বালানি পণ্যটির মূল্য ৪ শতাংশ কমিয়েছে তারা। এ নিয়ে দেশটিতে এক সপ্তাহে দুইবার ডিজেলের দর কমলো।

বার্তা সংস্থা রয়টার্স ও ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ডিজেলের দাম কমানোর ঘোষণা দেয় ব্রাজিলের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান পেট্রোবাস। গতকাল শুক্রবার (১২ আগস্ট) থেকেই তা কার্যকর হয়।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে কমেছে ডিজেলের দাম। পরিপ্রেক্ষিতে জ্বালানি পণ্যটির মূল্য কমিয়েছে ব্রাজিলীয় সরকার। স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

পেট্রোবাস জানিয়েছে, এ দফায় ডিজেলের দাম ৫ দশমিক ৪১ থেকে কমিয়ে ৫ দশমিক ১৯ ব্রাজিলিয়ান রিয়েল করা হয়েছে। তবে গ্যাসের মূল্য অপরিবর্তিত রয়েছে।

এ ঘটনায় দারুণ উচ্ছ্বসিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বলেন, ডিজেলের দাম কমানো ব্রাজিল ও এদেশের জনগণের পক্ষে খুবই প্রাসঙ্গিক উদ্যোগ। আমি এ সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।

এর আগে গত সপ্তাহে ডিজেলের দর ৩ শতাংশ কমায় তেল জায়ান্টটি। গত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে যা ছিল প্রথম নজির।

এতেই ক্ষ্যান্ত থাকেনি পেট্রোবাস। আমাজন অববাহিকতায় পটাসিয়াম খনির সত্বাধিকারের জন্য দরদাতাদের সন্ধান শুরু করেছে তারা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ