শ্রীলংকায় সরকার বিরোধী বিক্ষোভ দমনে রাজধানী কলম্বোয় বিক্ষোভকারীদের মূল আন্দোলন স্থলে রাতভর অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সেখান থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রাতভর চলা সেনা অভিযানে বিক্ষোভকারীদের ব্যবহৃত তাবুগুলোও ভেঙ্গে দেয়া হয়েছে।
এসময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে। দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেয়ার পর এই অভিযান চালানো হলো। শুক্রবার বিকেলের মধ্যে এলাকাটি খালি করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলো বিক্ষোভকারীরা। কিন্তু তার আগেই অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।