অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার চাইতেও বাংলাদেশে পেট্রোলের দাম বেশি। শুক্রবার রাত থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে দেশে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে শনিবার (৬ আগস্ট) রাজধানীর সড়কগুলোতে নগর পরিবহনের সংকটও লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক মুদ্রার মান হিসাব করে দেখা যায়, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার ৩ দশমিক ৮০ রুপি সমান বাংলাদেশের ১ টাকা। সেই হিসাবে প্রতি লিটার পেট্রোলের দাম শ্রীলঙ্কান মুদ্রার হিসাবে দাঁড়ায় ৫১৩ রুপি। বর্তমানে শ্রীলঙ্কায় পেট্রোলের দাম ৪২০ শ্রীলঙ্কান রুপি। সেই হিসাবে পেট্রোলের দাম বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কায় ৯৩ রুপি কম।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে।’
দেশে সব ধরনের জ্বালানি তেলের বৃদ্ধি করা নতুন মূল্য শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়।
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত রাতে বলেন, ‘জনবান্ধব আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করেনি।’
জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনঃবিবেচনা করা হবে।’
ব্লুমবার্গের এক প্রতিবেদনে দেখা যায়, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি কমেছে ৮৯ ডলার। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন তা কমে এসেছে। বর্তমানে মন্থর বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। এরই মধ্যে শিল্প কার্যক্রম কমে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি পণ্যটির চাহিদা কমেছে। ফলে তেলের মূল্যও কমেছে। মাত্র দুই মাস আগেও ব্যারেলপ্রতি তেলের দাম ছিল ১২০ ডলারের ওপরে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ ডলারের নিচে নেমে যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৪ ডলারে।
প্রসঙ্গত, বাংলাদেশে শুক্রবার রাত থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা হয়েছে।