রথযাত্রায় ১ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামমৃত সংঘ ইসকন। মঙ্গলবার (২৮ জুন) চট্টগ্রাম মহানগরীর ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এই দাবি জানান সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
এছাড়া সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির সরকারি অর্থায়নে নির্মাণ, শিক্ষক নির্যাতনকারীদের বিচার ও দেবোত্তর সম্পত্তি রক্ষাসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, আগামী ১ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলসহ অন্যরা।