মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দশম দিনে রাজধানীর সড়ক-মহা সড়কে বেড়েছে মানুষ ও যানবহন চলাচল। পাশাপাশি পুরো সড়কে চলেছে রিকশার রাজত্ব। এদিনে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৭৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার ৫১টি থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬১ গাড়িকে ৯ লাখ ০৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।