বন্যার পানির প্রবল স্রোতে নেত্রকোণার বারহাট্টা-মোহনগঞ্জ সেকশনের ইসলামপুর এলাকায় রেলব্রিজ ধসে গেছে, এর ফলে মোহনগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি অতীতপুর নামের স্থানে এ ঘটনা ঘটে।
নেত্রকোণার বারহাট্টা স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলব্রিজ ভেঙে নেত্রকোনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি আর ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন বারহাট্টা স্টেশনে আটকা পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোহনগঞ্জগামী সব ট্রেন বারহাট্টা স্টেশন পর্যন্ত চলাচল করবে।