বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

বন্যাদুর্গতের মাঝে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এণ্ড কলেজের ত্রান বিতরণ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৮, ২০২২

ঢাকা মহানগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দুই বার বোর্ড শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতিপ্রাপ্ত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এণ্ড কলেজ এর পক্ষ থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর, রঘুনাথপুর, মান্নানপুরসহ ১১টা গ্রাম ও নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার যাদবপুর, শ্যামপুর, মুজিবনগর, মোমিননগরসহ ৯টা গ্রামে বন্যাদুর্গত ৫৫০টিরও বেশি পরিবারে বিভিন্ন ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত স্বস্তিসেবক দল ও স্থানীয়ভাবে নেত্রকোনার মদন শাখার সৎসঙ্গ কৃষ্টিপ্রহরী যুব পরিষদ একাজে বিশেষভাবে সহযোগিতা করে।

প্রতিটি প্যাকেটে ছিলঃ চাল–৩কেজি, মসুর ডাল-১/২ কেজি, সরিষা তেল-৩০০ মিলি, চিড়া-১ কেজি, মুড়ি-১/২ কেজি, চিনি-১/২ কেজি, আলু-১ কেজি, লবন-১ কেজি, স্যালাইন-২টা, নগদ ২ শত টাকা।

এছাড়াও কয়েকজনের বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় অর্থ সহযোগিতা করা হয়েছে। অভিভাবকরা ছাড়াও শিক্ষার্থীরা তাদের নিজস্ব সঞ্চিত অর্থ অনুদান হিসেবে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ