দেশব্যাপী করোনা’র টিকা নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত টিকা পেতে নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ৫ লাখ ৩৭ হাজার ৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া এখন পর্যন্ত দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দুই কোটি ৫৩ লাখ ৫ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে প্রথম ডোজের এক কোটি ৫৩ লাখ ১১ হাজার ৬৬৯ জন ও দ্বিতীয় ডোজের ৫২ লাখ ২৪ হাজার ৩১১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট টিকা নিয়েছেন চার লাখ ৪৬ হাজার ৮৭৩ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৫০৭ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫৮ লাখ ৩৬৬ জন।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এই টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজার-এর বায়োএনটেক ও যুক্তরাস্ট্রের মডার্না’র টিকা যুক্ত হয়।