দুই বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুড প্রতিব্যারেল ৭৬ ডলারে বিক্রি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ২০১৮ সালের অক্টোবর মাসের পর যা সর্বোচ্চ দাম।
ভ্রমণ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তেলের মজুদ কমে যাওয়তেই এর দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে গেল সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুদ থেকে ৭৬ লাখ ব্যারেল তেল কমে ৪৫ কোটি ৯১ লাখ ব্যারেলে দাঁড়ায়। আমেরিকায় ২০২০ সালের মার্চ মাসে তেলের মজুদ যতটা কম ছিল তারপর এই প্রথম তেলের মজুদ এত কমলো।