তীব্র তাপদাহ ও দাবানলের সাথে লড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গিরোন্ড এলাকা। এ পর্যন্ত সাত হাজার চারশ’ হেক্টর বন পুড়ে গেছে, সরিয়ে নেয়া হয়েছে দশ হাজারের বেশি বাসিন্দাকে। দাবানল নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটিতে একসাথে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত চারটি দেশের ৩৬১জন দমকলকর্মী।
এছাড়া, তীব্র তাপদাহের আশংকায় বৃহস্পতিবার থেকে চারদিনের জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাজ্যে। তাপমাত্রা বেড়ে নতুন দাবানলের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
এদিকে, ইতালিতে মারাত্মক খরায় ৮০ শতাংশ ফসল নষ্ট হওয়ার আশংকা করছে কর্তৃপক্ষ।