ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. রায়হান (২৪) নামের এক কয়েদি মারা গেছেন।
মঙ্গলবার (৪) বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী রাসেল রানা বলেন, বিকেলের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাসেল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়হান কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৮৭৮০/২৩। বাবার নাম দাদন মিয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।