শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৮, ২০২২

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়নের পর তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকারের নাম আহ্বান করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরিপ্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। তাতে সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। ইতোমধ্যে তিনি এ কথা জানিয়েছেন।

প্রস্তাব তোলা হলে সেটি ভোটে দেন স্পিকার। পরে তা কণ্ঠভোটে পাস হয়। স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে সেসময় সংসদের অধিবেশন থাকলে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে।

আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। ফলে এদিন কার্যাবলীর শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

২০০৯, ২০১৪ ও সবশেষ ২০১৮ সালে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল হক টুকু। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এ রাজনীতিক।

গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা যান। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। এতে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ