বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

৬ দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩ হাজার ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জুলাই ২৮, ২০২১

# ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬২, জরিমানা ১২ লাখ

প্রাণঘাতি করোনা মহামারি সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ অমান্য করায় গতকাল বুধবার ৬ষ্ঠদিনে রাজধানীতে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, বিধিনিষেধ অমান্য করায় রোববার রাজধানীতে ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৮ জনকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৮৯টি গাড়িকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে, ২৩ জুলাই বিধিনিষেধ অমান্য করায় ৪০৩ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ২৪ জুলাই বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৩৮৩ জনকে গ্রেপ্তার করে ডিএমপি।

এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপি ট্রাফিক বিভাগ। ২৫ জুলাই রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার, ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা এবং ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ জুলাই বিধিনিষেধ অমান্য করায় ডিএমপি ৫৬৬ জনকে গ্রেপ্তার করে। এদিন ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা, ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

২৭ জুলাই রাজধানীতে ৫৫৫ জনকে গ্রেপ্তার, ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা এবং ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, ২২ জুলাই দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় সরকারি অফিস ও গার্মেন্টস-কলকারখানা বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ