দেশের সিটি করপোরেশন এলাকার বিদ্যালয়গুলোয় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। এই কার্যক্রমের আওতায় প্রথমে দেশের ১২টি সিটি করপোরেশনের বিদ্যালয়ের শিশুদের টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে কার্যকর করা হবে।
ইতোমধ্যে টিকা দেওয়ার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সকালে, নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
টিকা পরবর্তী সময়ে শিশুরা যাতে কোন ধরনের শারীরিক সমস্যায় না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে পরীক্ষামূলকভাবে যে শিশুদের এ টিকা দেওয়া হয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি।