গুগলের রাজস্ব প্রবৃদ্ধি গত প্রান্তিকে ব্যাপক কমেছে। ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার তীব্র আশঙ্কার মধ্যে ব্যয় সংকোচন করেছেন বিজ্ঞাপনদাতারা। ফলে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠানটির আয় হ্রাস পেয়েছে।
গতকাল (২৬ জুলাই) এ প্রান্তিকের আয় প্রকাশ করেছে গুগলের করপোরেট প্যারেন্ট অ্যালফাবেট। এর বরাত দিয়ে প্রতিবেদন ছেপেছে ওয়াশিংটন পোস্ট।
এতে বলা হয়, কোভিড-১৯ মহামারী চলাকালীন বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে পরিচালিত করা টেলওয়াইন্ডগুলো স্থানান্তরিত হওয়ার সবশেষ লক্ষণ গুগলের আয় কমে যাওয়া।
প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ায় আন্তর্জাতিক শেয়ারবাজারের অন্তর্ভুক্ত প্রযুক্তি জায়ান্ট নাসডাক কম্পোজিট সূচক চলতি বছর এখন পর্যন্ত ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।
আলোচিত এপ্রিল-জুন মেয়াদে অ্যালফাবেটের রাজস্ব হয়েছে ৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ের চেয়ে যা প্রায় ১৩ শতাংশ বেশি। তবে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে বেশ কম।
ওই সময় মহামারির কারণে প্রতিষ্ঠানটির আয় কমে। কারণ, বেশিরভাগ ভোক্তা ঘরে বসে থাকায় বিজ্ঞাপনদাতারা পিছু হটেন। সেই থেকে বছরের পর বছর গুগলের প্রবৃদ্ধি কমছে।