দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৪৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯৩৯ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৫৭০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫০৭টি। এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে পাঁচ জনই পুরুষ। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকার ৩ জন, চট্টগ্রামের একজন এবং রংপুর বিভাগের একজন।
এই পাঁচ জনই সরকারি হাসপাতালে মারা গেছেন।