রাশিয়ার স্পেস এজেন্সি রোসকসমস-এর নবনিযুক্ত প্রধান ইউরি বরিসভ বলেছেন, ৬ বিলিয়ন ডলার ব্যয় করে নিজস্ব স্পেস স্টেশন তৈরির যে উদ্যোগ রাশিয়া নিয়েছে তা ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন হবে। এরপর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-আইএসএস থেকে নিজেদের সরিয়ে নেবে।
মস্কো টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী,রোসকসমস প্রধান বরিসভ মঙ্লবার (২৬ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকে মহাকাশ কর্মসূচিকে ‘প্রধান অগ্রাধিকার’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, 'অবশ্যই আমরা আমাদের অংশীদারদের প্রতি আমাদের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করব, তবে ২০২৪ সালের পরে এই স্টেশনটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বৈঠকে বরিসভ পুতিনকে বলেন, রাশিয়ার মহাকাশ শিল্প একটি 'কঠিন' পরিস্থিতির মধ্যে রয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) রসকসমস রাশিয়ার অরবিটাল স্টেশনের একটি মডেল প্রকাশ করে। সূত্র: ডেইলি মেইল