কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার হায়দরাবাদে মালিক ভরসা ভক্ত ও আশেকানদের সমাবেশ গত ২৬ শে মহররম ২৫শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা মুরাদনগর উপজেলা বাংগরা বাজার থানা আন্দিকোট ইউনিয়ন হায়দরাবাদ গ্রামে হযরত খাজা শাহ হাছান সাঈয়িদ নুরুল হোসাইন আহাম্মদ চিশ্তী প্রকাশ্যে মালিক ভরসা হায়দরাবাদ গ্রামে ২৭ তম পদার্পন বার্যিকী উদযাপন উপলক্ষে এক ভক্ত আশেকানদের মিলন মেলা অনুষ্ঠিত হয় ।
আন্দিকোট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী বাছির আহাম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ফারুক সরকার মজিব.যুবলীগ নেতা আবু সাঈদ.সমাজ সেবক সফিকুল ইসলাম.কৃষকলীগ নেতা শাহানুর আলম মাখন যুবলীগ নেতা অহিদুল হক.সমাজ সেবক হোসেন আহাম্মদ সোহগ.ফিরোজ আল মামন.সহ সভাপতি জহিরুল হক খোকন সহ আরো অনেকে ।
ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আঃ আলীমের উপস্হাপনায় রাত দশটা থেকে সারারাত ব্যাপী বাংলাদেশের প্রখ্যাত দুইজন বাউল শিল্পী কাজল দেওয়ান ও লতিফ সরকার এর কন্ঠে গুরু শিয্য পালা গান দর্শকরা মনযোগ সহকারে শ্রবন করেন ।পরিশেষে তবারুক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।