রাজধানীসহ সারাদেশে নিয়ন্ত্রণে আসছে না মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী এক হাজার ৯০ জন।
আজ বুধবার (২৫শে আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৩০ জন। বাকি ৪৮জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া, বর্তমানে রাজধানীর ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন ৯৮৭ জন। আর দেশের অন্যান্য বিভাগে ১০৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত আট মাসে ৮ হাজার ৮৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২১ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।