বিশ্ব পুঁজিবাজারে হঠাৎ চাঙাভাব দেখা গেছে। শুক্রবার (২২ জুলাই) আন্তর্জাতিক শেয়ারবাজার ঊর্ধ্বমুখী রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোজোনের দুর্বল ব্যবসায়িক কার্যকলাপ তথ্য ইউরোতে আঘাত হেনেছে। পাশাপাশি ওই অঞ্চলের ঋণের পরিমাণ বেড়েছে। তা সত্ত্বেও পুঁজিবাজারে উলম্ফন দেখা গেছে।
দিনের শুরুতে এমএসসিআই বিশ্ব সূচক, ইক্যুয়িটি মার্কেটের বিস্তৃত পরিমাপক শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ইউরো স্টোকস ৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিকের বিস্তৃত সূচক জাপানের বাইরে বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। গত দুই মাসের মধ্যে সপ্তাহে যা সর্বোচ্চ।
বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, ইউরোপের মতো এশিয়ার শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। আবুধাবি সূচক বেড়েছে। ভারতের এসএসই নিফটি ৫০ সূচক শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক উঠেছে শূন্য দশমিক ৪০ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক শূন্য দশমিক ১৭ শতাংশ ঊর্ধ্বাভাব দেখা গেছে।
তবে আমেরিকার শেয়ারবাজারেও নিম্নগতি দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সূচক পড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আর নাসডাক ফিউচার্স সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।
ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হায়েফেলে জানান, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক ছিলেন তিনি।