সরকার নির্ধারিত নতুন বাস ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাই যাত্রী হয়রানিরোধে গাবতলী থেকে ডেমরা রুটে চলাচলকারী অছিম পরিবহনের বাসে ‘ডিজেল চালিত’ স্টিকার লাগানো হয়েছে।
বাসে ভাড়া বাড়ানোর পর থেকে অভিযোগ উঠেছে, এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে সিএনজিচালিত বাসগুলোও। একইসঙ্গে কোন বাসগুলো সিএনজিচালিত সেগুলোতে স্টিকার লাগিয়ে দেওয়ার দাবি করেছেন সাধারণ যাত্রীরা। এরই প্রেক্ষিতে স্টিকার লাগল ডিজেল চালিত বাসে।
বুধবার (১০ নভেম্বর) বিকেলে মিরপুরে অছিম পরিবহনের বাসের সামনের গ্লাসে ‘ডিজেল চালিত’ লেখা স্টিকার দেখা যায়। এছাড়াও বসুন্ধরা থেকে মিরপুর পর্যন্ত যেতে পরিবহনটির বেশ কয়েকটি বাসেই এ লেখা সংবলিত স্টিকার দেখা যায়। তবে এ রুটে চলাচলকারী অন্য পরিবহনে এমন স্টিকার দেখা যায়নি।
এছাড়া এখন পর্যন্ত কোনো বাসে সিএনজিচালিত লেখা সংবলিত স্টিকার দেখা যায়নি।
অপরদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম। কোনো বাসে অভিযোগের সত্যতা মিললেই করা হচ্ছে জরিমানা।