সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলের জিম্মিদশার অবসান ঘটেছে। প্রায় ৩০ ঘণ্টার এ জিম্মিদশায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন।
বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অভিযানে জিম্মিকারী সব জঙ্গিরা নিহত হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে গুলি ও বোমা ফাটিয়ে হায়াত হোটেলে প্রবেশ করে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সদস্যরা। অবরুদ্ধ করে ফেলে ভেতরে থাকা লোকজনদের। চালায় এলোপাতাড়ি গুলি। এতে হতাহত হন অনেকে।
খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। প্রায় ৩০ ঘন্টার দীর্ঘ লড়াই শেষে অস্ত্রধারীরা মারা গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে, সোমালিয়ার সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নিহতের সংখ্যা অনেক বেশি। আহত হয়েছে কমপক্ষে অর্ধশত ব্যক্তি।
বার্তা সংস্থা রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা জানান, দুইপক্ষের সংঘর্ষে হোটেলটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এখনও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।