জয়পুরহাটের ক্ষেতলালে সংযোগ সড়ক না থাকায় হারাবতী নদীর শাখার উপর নির্মিত সেতুটি এলাকাবাসীর কোন কাজে আসছে না। ফলে ২৩ বছর আগে নির্মিত সেতুটি অব্যহৃত পরে আছে। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্র“তি দিলেও নির্মাণ করা হয়নি সড়ক।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে হারাবতী নদীর শাখার উপরে ২৩ বছর আগে নির্মাণ করা হয় এই সেতুটি। ২২ ফুট দীর্ঘ ও ১১ ফুট প্রশস্ত সেতুর উত্তর পাশে উপজেলার বড়তাড়া ইউনিয়ন পরিষদ। সংযোগ সড়ক না থাকায় ২৩ বছরেও সেতুটি ব্যবহার হয় নি।
সেতুর দক্ষিণ পাশের তারাকুল, ফকির পাড়া, কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে ইউনিয়ন পরিষদে যেতে হয় ৪ কিলোমিটার ঘুরে। সাইকেল, ভ্যান, রিক্সা ও কৃষি যন্ত্রপাতি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারে না এলাকার মানুষ।
ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় মাটি কেটে সড়ক নির্মাণের চেষ্টা করা হলেও, সে উদ্যোগ থেমে গেছে মাঝ পথেই। সরকারের সহযোগিতা চাইলেন বড়তাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন।
তবে সংযোগ সড়ক নির্মাণ হবে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন।
সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলে উপকৃত হবে এলাকার ৩০ হাজার মানুষ, এমনটাই জানিয়েছে এলাকাবাসী।