সিনোফার্মের করোনা টিকা গ্রহণকারীদের সৌদি আরবে প্রবেশের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশে যারা এই টিকা নিয়েছিলেন তাদের হজ বা ওমরাহ পালনে দেশটিতে ভ্রমণে বাধা থাকল না।
ধর্ম মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র গণমাধ্যমকে আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে সৌদি আরবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকা ব্যবহারের অনুমোদন আছে।
এদিকে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে।
তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।