জাতীয় গ্রিডের বিপর্যয় দেখা দেয়ায় দেশে কিছু স্থান বিদ্যুৎহীন হয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটে। এতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ঘণ্টা তিনেকের মধ্যে বিভিন্ন স্থানে বিপর্যয় কেটে যায়।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর কিছু এলাকায়ও বিদ্যুৎ সরবারহ চালু হয়েছে।
ডেসকো জানিয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ডিপিডিসি জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
অতি দ্রুত এই সমস্যার সমাধান হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন দেশের সচেতন মহল। সেই সঙ্গে কেন এই বিপর্যয় ঘটেছে তা খতিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।