সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড একটি ভুল ছিলো আর এমন ভুল যুক্তরাষ্ট্রও করেছে বলে মন্তব্য করেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দ্বিপাক্ষিক আলোচনায় খাশোগি হত্যায় পরোক্ষভাবে তাকে দায়ী করার জবাবে এ মন্তব্য করেন সৌদি যুবরাজ।
খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে শনিবার (১৬ জুলাই) এক বিবৃতি দেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, এই হত্যাকাণ্ডের মতো ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে সৌদি আরব। তবে ইরাকের আবু গারিবসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রও এমন ভুল করেছে বলে মনে করেন সৌদি যুবরাজ।
বিবৃতিতে আরও বলা হয়,সারাবিশ্বেই সাংবাদিক হত্যার মতো ঘটনা ঘটছে। জেদ্দায় উপসাগরীয় দেশগুলোর জোট-জিসিসি'র সম্মেলনে যোগ দেয়ার মাধ্যমে চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক তেল সংকট মোকাবেলায় দৈনিক উৎপাদন ১৩ মিলিয়ন ব্যারেলে উন্নীত করার অঙ্গীকার করে সৌদি আরব।
এদিকে, কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য দাঁড়িয়েছে ৯৭ ডলারে।