বিএনপি নেতারা বলেছেন, সরকার দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, স্বেচ্ছায় পদত্যাগ না করলে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। তারা বলেন, দ্রুত ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তর ও দক্ষিণ।
জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে লাগাতার অপপ্রচার ও ষড়যন্ত্র করে চলছে। বলেন, জিয়া পরিবারকে নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না। আগামী নির্বাচনে অনিয়ম করার সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, সরকারের কারণে দেশ শ্রীলংকার চেয়ে খারাপ দিকে যাচ্ছে।
আওয়ামী লীগ যতোদিন ক্ষমতায় থাকবে দেশের পরিস্থিতি দিনকে দিন খারাপ হবে বলেও মনে করেন বিএনপি নেতারা।