সরকার ক্ষমতায় টিকে থাকতে ত্রাসের রাজত্ব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২১শে আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জনবিচ্ছিন্ন হয়ে এখন বিদেশীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ক্ষমতাসীনরা। দেশের সমস্যার সমাধান না করে সাধারণ মানুষকে প্রতিপক্ষ বানানো হচ্ছে।
জনগণ রাজপথে নামতে শুরু করেছে উলেখ করে সরকারের পতন অনিবার্য বলেও মন্তব্য করেন বিএনপি’র এই নেতা।