বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের সব দুর্নীতি, অনিয়ম আর লুটপাটের হিসাব জনগণকে দিতে হবে।
বুধবার (৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জেলায় জেলায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাহলে ক্ষমতাসীনরা পালাবার পথ পাবে না।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাবি করা ক্ষমতাসীনদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী কায়দায় নয়, গণতান্ত্রিক উপায়ে এ সরকারকে বিতাড়িত করা হবে। কারও দেহত্যাগে বিএনপি বিশ্বাস করে না, বরং সরকারের পদত্যাগ চায়।