আর্থিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। চলতি বছরেই এই অর্থ দেশটিকে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
শ্রীলঙ্কার পরিস্থিতি তুলে ধরে অরিন্দম বাগচী জানান, অর্থনৈতিক এই চ্যালেঞ্জের সময় দেশটির সাধারণ জনগণের পাশে রয়েছে ভারত। রিজার্ভ সংকট দেখা দেওয়ার পর থেকে জ্বালানি সংকট দেখা দিয়েছে শ্রীলংকায়। এছাড়া আমদানিনির্ভর ওষুধসহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয়।
সংকটকে সরকারের ব্যর্থতা অভিযোগ করে দেশজুড়ে গণবিক্ষোভ শুরু হয়। সরকার ব্যবস্থায় পরিবর্তন চাইছেন বিক্ষোভকারীরা । বিক্ষোভের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। অর্থনৈতিক সংকটের পর এবার রাজনৈতিক সংকটে রয়েছে দেশটি।