আন্তজার্তিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সাথে অর্থনৈতিক পুনঃরুদ্ধার কর্মসূচি বিষয়ে আলোচনা করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আলোচনা চলবে ৩০শে জুন পর্যন্ত। এর আগে সোমবার কলম্বোয় পৌঁছায় সংস্থাটির নয় সদস্যের একটি প্রতিনিধি দল।
অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কোভিড মহামারির কারণে সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুদও তলানিতে ঠেকেছে। যেকোনো উপায়ে আগামী তিনদিনের মধ্যে জ্বালানীর সংস্থান করতে হবে কর্র্তৃপক্ষকে। ভঙ্গুর অর্থনীতির গতি ফেরাতে আইএমএফসহ আন্তজার্তিক দাতা সংস্থাগুলোর কাছে তিনশো কোটি ডলারের আবেদন করেছে দেশটির সরকার।
এদিকে, প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান সংশোধন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শ্রীলংকার মন্ত্রিসভা। প্রস্তাবটি এখন পার্লামেন্টে উঠবে।
দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।