শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি ও রাজপথে সন্ত্রাস করলে আওয়ামী লীগও দেখে নিবে কতো ধানে কতো চাল, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণায় বিএনপির বিষজ্বালা শুরু হয়েছে। প্রশ্ন রাখেন, শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে আওয়ামী লীগ কি চুপ করে বসে থাকবে? বিএনপি আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ।
তিনি স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি। বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। না এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে কোন লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ৷