অফিস ও স্কুল একই সময়ে হওয়ায় যানজট বেশি হলেও স্কুলের সময় পরিবর্তনের সুযোগ নেই। আর বাস্তবতা বিবেচনায় বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেয়ার সুযোগ নেই। শুক্র-শনিবারই ছুটি থাকবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হলিক্রস স্কুলের শিক্ষার্থীর আত্মহত্যার প্রসঙ্গে তিনি বলেন, অনেক ধরনের চাপে কৈশোরে সংকটে পড়েছে শিক্ষার্থীরা। পারিবারিক সাপোর্ট খুব জরুরি। পরিবারের প্রত্যাশা চাপ তৈরি করেছে শিক্ষার্থীদের ওপর।
মন্ত্রী আরো বলেন, শিক্ষা আইনটা কেবিনেটে উঠবে। শিক্ষা আইনে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ানো যাবে না। অর্থাৎ বাধ্য করতে পারবে না।