সরকার লুটপাট ও দুর্নীতি করতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়ন নেতারা।
আজ শনিবার (৬ই আগস্ট) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সমাবেশে এ অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, জনগনের প্রতি দায়বদ্ধতা না থাকায় গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ক্ষমতাসীনরা। সরকার পতনের আন্দোলন দমাতে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা।