দেশব্যাপী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলা্রই কার কঠোর লকডাউন ঘোষণা করে। লকডাউনের প্রথম দিন থেকে গতকাল বুধবার পর্যন্ত এক সপ্তাহে বিধিনিষেধ ভঙ্গ করার অপরাধে রাজধানীতে পুলিশ ও র্যাব ৪৩৯২ জনকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে ১ জুলাই লকডাউনের প্রথম দিনে-৭৫৫ জন, দ্বিতীয় দিনে-৩২০, তয় দিনে-৬২১, ৪র্থ দিনে-৬১৮, ৫ম দিনে-৫০৯, ৬ষ্ঠ দিনে-৪৬৭ এবং গতকাল বুধবার গ্রেপ্তার করা হয় ১১০২ জনকে।
গতকাল বুধবার লকডাউনের সপ্তম দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএমপি জানিয়েছে, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম (বিধিনিষেধ) অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেপ্তার করা হয়।
ঘরের বাইরে আসায় ২৪৫ জনকে জরিমানা করা হয় এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা। তাছাড়া সরকারঘোষিত লকডাউনে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে।