করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের শেষ দিনে ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ঢাকায় ১৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এনিয়ে গত ১৯ দিনে পুলিশের হাতে রাজধানীতে মোট ৭ হাজার ৫৬৯ জন গ্রেপ্তার হলো বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় দুই হাজার ৮৪৩ জনকে মোট ৩১ লাখ ১১ হাজার ৪১৫ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এই কয়দিন ৮ হাজার ৩৫২টি গাড়িকে মোট এককোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও ১ অগাস্ট পোশাক কারখানা খুলে দেওয়ার পর তা ঢিলেঢালা হয়ে পড়েছে।
এবারের লকডাউন ১০ অগাস্ট মধ্যরাত পর্যন্ত শেষ হবে। এর পর বিধিনিষেধ প্রায় তুলেই নেওয়া হয়েছে।
এরমধ্যেই সড়কে গাড়ি বেড়েছে; পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।