পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে ৪জি থাকলে অপরাধ বাড়ে। অনেক দিন ধরে মিয়ানমারের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে না, বিশেষ করে সেনা সমর্থিতরা ক্ষমতায় আসার পর। আমাদের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ নাই। আমরা অবস্থার পর্যবেক্ষণ করছি। এটা আমরা অবজারবেশন করছি, দেখা যাক কী হয়।
বুধবার (৩০ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেট ক্লাবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা একবার সিম কার্ডগুলোকে সীমিত করার জন্য ৪জি বাতিল করেছিলাম। এতে ইউএনএইচসিআর, হিউম্যান রাইটস, এমনকি আমেরিকার দলবল এটা নিয়ে কথা বলেছে। তাদের বক্তব্য হলো, ৪জি বন্ধ করার ফলে তারা যোগাযোগ ঠিক মতো করতে পারবে না। আমরা ওনাদের জানালাম, টুজি বা থ্রিজিতে আলাপ করা যাবে। ইউএনএইচসিআরসহ যারা ক্যাম্পে কাজ করে তারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা অবধি ওখানে থাকেন, তবুও তারা চান সবসময় ওখানে ৪জি খোলা থাকুক। আমরাও ছেড়ে দিলাম।