প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসির একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার কেভিন পিটারসেন। চেলসিকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে এ ব্যপারে ব্লুজদের প্রতি নিজের ভালবাসার অভিব্যক্তি প্রায়ই প্রকাশ করে থাকেন পিটারসেন। চলতি বছরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক হিসেবে পরিচিত ভারতীয় সাবেক তারকা যুবরাজ সিংকে নিয়ে ট্রল করে আলোচিত হয়েছিলেন পিটারসেন। ঐ সময় রেড ডেভিলসরা হারের বৃত্ত থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না।
এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে আলোচনায় মুখর রয়েছে পুরো ফুটবল বিশ্ব। এই সুযোগে পর্তুগীজ এই সুপাস্টারকে দলে নেবার জন্য চেলসির প্রতি আহবার জানিয়েছেন পিটারসেন। এ সম্পর্কে এক টুইটার বার্তায় পিটারসেন লিখেছেন, ‘চেলসি, দয়া করে রোনাল্ডোর সাথে চুক্তি করো।’
গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করার কারনে এবার আর চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছেনা ইউনাইটেডের। আর এই বিষয়টিতে চরম হতাশ রোনাল্ডো ইউনাইটেড ছাড়ার অনুরোধ জানিয়ে সকলকে চমকে দিয়েছেন। রোনাল্ডোর মত খেলোয়াড়কে বিশ্বের যেকোন শীর্ষ দলই লুফে নিবে, এমন আশাবাদ থাকলেও কার্যত তা হয়নি। বিশেষ করে ক্যারিয়ারে এই প্রথমবারের মত রোনাল্ডোকে নিতে অনাগ্রহ দেখা গেছে চেলসি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও পিএসজির মত ইউরোপের ক্লাবগুলোর। ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হগ অবশ্য বারবার এ ব্যপারে একটি কথাই বলে চলেছেন, ‘রোনাল্ডোর বিক্রির জন্য নয়।’
গত মৌসুমে ইউনাইটেডের শীর্ষ গোলদাতা হিসেবেই লিগ শেষ করেছেন রোনাল্ডো। তারপরও নতুন কোচ হিসেবে দলে আসার পর একটি বিষয় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হচ্ছে যে রোনাল্ডোর ম্যানচেস্টার থেকে বিদায়ে টেন হগের সামনে নতুনভাবে দল গঠনের একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরী হবে। ইতোমধ্যেই রোনাল্ডো বিহিন প্রাক-মৌসুম এশিয়া ও অস্ট্রেলিয়া সফরে ইউনাইটেড নিজেদের দারুনভাবে প্রমান করেছে। এই সফরে লিভারপুল, মেলবোর্ন ভিক্টরি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে টেন হগের শিষ্যরা।