ব্রাজিলীয়ন কিংবদন্তি ফুটবলার রোনালদোর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির শিকার হয়েছেন পিএসজি তারকা মার্কো ভেরাত্তি।
বুধবার (২৯ জুন) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, মৌসুম শেষে ছুটি কাটাতে রোনালদোর নাজারিওয়ের স্পেনের বাড়িতে গিয়েছিলেন মেসিরই ক্লাব সতীর্থ পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। সেখানে রবিবার (২৬ জুন) পরিবার নিয়ে বাইরে খাবার খেতে যান তিনি। তখনই ঘটে এমন ঘটনা। বাসায় ফিরে দেখেন নগদ অর্থ, অলংকার ও ঘড়িসহ মোট ৩০ লাখ ইউরো নিয়ে গেছেন বাসা থেকে। যা টাকার মূল্যে ৩০ কোটিতে দাড়ায়।
সোমবার (২৭ জুন) স্থানীয় থানা পুলিশকে অভিযোগ করেন মেসি-নেইমারদের সতীর্থ।
স্প্যানিশ পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুদিন স্পেনে ডাকাতির শিকার হয়েছিলেন আরবি লেপজিগের তারকা ডানি ওলমোর। আর এবার চুরির শিকার হলেন ভেরাত্তি।